
যোগাযোগ | Contact : dhupshikha@hotmail.com
১৯৬৫ সালে সিলেটের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে এক মুসলীম অভিজাত পরিবারে জন্মগ্রহন করেন ।মাতা মরহুমা জেবুন নেসা খানম ছিলেন একজন ধার্মিক আদর্শ সুগৃহিনী ।পিতা মরহুম সৈয়দ হাসান আলী চা বাগানের একজন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন ।পৈতৃক নিবাস কুলাউড়া উপজেলার মিনার মহল গ্রামে ।বাল্যকাল কেটেছে চা বাগানের সুন্দর মনোরম পরিবেশে ।খুবই অল্প বয়সে প্রতিষ্টিত ব্যবসায়ী মোঃ শাহাব উদ্দিন সাহেবের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন ।বিয়ের পর সংসার কর্মের সাথে লেখাপড়াও চালিয়ে যান ।ছোটকাল থেকে সাহিত্যচর্চায় দারুণ মনযোগী ছিলেন ।২০১২ সাল থেকে লেখালেখি শুরু করেন এবং অনলাইন সাহিত্য গ্রুপে নিয়মিত কবিতা ,গল্প ,প্রবন্ধ লিখেন ।
বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ।জনক ও জন্মভূমি ,খেয়া ,কবিতা কানন ,এপার ওপার প্রভৃতি ।সাহিত্যকর্মে দক্ষতা ও অবদানের জন্য কলকাতার বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী থেকে কাব্য ভারতী উপাধীতে ভূষিত হয়েছেন ।বর্তমানে আমেরিকা প্রবাসী ও তিন কন্যা সন্তানের জননী ।যেখানে গমন নেই প্রত্যাবর্তনের প্রশ্নে সেই পথ যেমন বিভ্রমের জন্ম দেয় তেমনই ইতিহাস যানে পৃথিবী পাড়ি জমাচ্ছে আদি অন্তহীন কোন নিরুদ্দেশে ।সেই যাত্রাপথে কবির সহচর হয়ে উঠতে পারেন একমাত্র পাঠক । কালে কালে প্রবর্তিত যে পুরাণকথা তার নতুনত্বের ভঙ্গি ও দিকবলয় আবিস্কারের এক সহজাত তাড়না নিয়ে প্রকাশিত হলো কবির প্রথম একক কাব্যগ্রন্থ 'ধূপশিখা'।
Photo by Bernadette Baker
taken at the Rain Room Exhibit at MOMA in NYC.
She was born in a Muslim elite family of Alinagar tea garden in Kamalganj upazila of Sylhet district in 1965. Mother late Jebun Nessa Khanam was a very religious ideal housewife. Her father late Syed Hasan Ali was a senior officer of Tea garden in Sylhet. Her family lived in the village of Minar Mahal in Kulaura upazila in the beautiful garden of Tea Garden. Childhood was spent in the beautiful environment of Tea Garden. She was married to a young established businessman Mr. Shahab Uddin at a very young age.. She continued her studies along with the work of the family. She had a great deal of interest in literature since childhood. She started writing in 2012 and wrote poems, stories, essays regularly in the online literary group.
Several joint texts have already been published. Janak and Janmobhumi, Kheya, Kobita Kanan, Epar Opar etc. For the skill and contribution to literary work, she has recieved the honorary title of Kabbo Bharati from the Vishwa Bangala Sahitya Akademy. Currently a resident of the United States and the mother of three daughters. Where the path of the return does not come, the way the illusion arises, the history of the world is in the endless disappearance of a person. The only reader can become a companion to the journey. The poet's first single poetry 'Dhupshikha', which was published during the time, was published with an innate persecution of her novelism and her invention of direction.