যাদুর আয়না।
04/01/17
একটি রম্য কবিতা।
যাদুর আয়না যাদুর আয়না
বল্ তো দেখি ভাই
আমার চেয়ে সুন্দরী আর,
এ জগতে নাই।
আয়না বলে শুন রে আমার,
ও সুন্দরী ভাই।
তোমার চেয়ে বড় বোকা আর,
এ জগতে নাই।
যাদুর আয়না,দেখবি এবার মজা,
মারবো ছুঁড়ে ঢিল।
ভেঁঙ্গে চিরে হবে যে চৌচির,
হাসবো খিলখিল।
দেখতো এবার ও সুন্দরী ভাই,
কেমন লাগে তাই।
আমায় ঢিল মারতে গিয়ে যে,
তোর চেহারাই নাই।
আমি আর সই
18/11/16
একটি হাসির কবিতা।
আমার একটা সই ছিলো,
আমার নামে নাম ছিলো।
দুজনে বড়ই ভাব ছিলো,
বাড়ীর পাশেই বাডী ছিলো।
এক ঘাটেতে নাইতাম,
লুডু গুট্টি খেলতাম।
পুতুল বিয়ে দিতাম,
ছানার মিস্টি খেতাম।
ওরে ছাড়া ঘুম হতোনা,
আমায় ছাড়া ভাত খেতনা।
বেড়াতে কোথাও যেতোনা,
আমায় ছেড়ে থাকতো না।
দাদী আমার বলতো গিয়ে,
এক ঘরেতে দিবো বিয়ে।
থাকবি দুটি এক বর নিয়ে,
দেখবো মজা আমি চেয়ে।
যেই কথা সেই কাজ,
নেই বাঁধা নেই লাজ।
দুই সই এক ঘরে,
ঝগড়া করি চুল ধরে।
রম্য কবিতা