আপনজন
বড় ভালোবাসি তোমায় বাবা - গদ্য কবিতা
24/01/2017
জানিনা আজ কেমন আছে বাবা,
তোমার কাছে ক্ষমা চাইতে পারলাম না।
হঠাৎ করে চলে গেলে তুমি,
পৃথিবীর মায়া ছেড়ে।
আমাদেরকে পিতৃহীন করে,
অকূল সাগরে ভাসিয়ে।
তুমি ছিলে স্বল্পভাষী,
কিন্তু সহজ,সরল ও কোমল মনের।
আমাদেরকে তুমি বড় করেছিলে,
তোমার নীরব ও গভীর ভালোবাসা দিয়ে।
আমাদের চোখে তুমি ছিলে,
একজন মহা পুরুষ,পৃথিবীর শ্রেষ্ট বাবা।
তোমাকে কখনও ভেঁঙ্গে পড়তে দেখিনি,
বিপদে আমাদের সান্তনা দিয়েছো।
আজ তুমি পাশে নেই, তোমার কথা মনে পড়ে,
নীরবে একা একা বসে কাঁদি।
কোনদিন ভাবতে পারিনি তুমি থাকবেনা,
কেউ থাকবে না আমাদেরকে সান্তনা দেওয়ার।
বিপদের দিনে তোমাকেই মনে পড়ে,
মনে পড়ে তোমার শান্তির বানীগুলো।
তোমাকে কিছুই দিতে পারিনি,শুধু নিয়েছি,
আমি তোমার বড় সন্তান,অতি আদরের ধন।
বাবা, আমাদের ভালোবাসা নিও।
স্মৃতির ওপার থেকে আমাদের ক্ষমা করে দিও।
আমার মা - গদ্য কবিতা
25/12/2016
তুমি আমার জীবনের সেই মমতাময়ী নারী,
যার মাধ্যমে আমি পেয়েছিলাম প্রাণ দেখেছিলাম
এই জগতের আলো।
তুমিই স্বার্থহীন প্রতিমা,শত কষ্টের মাঝেও দিতে সুখ।
আমার চোখে তুমি ছিলে বিশ্বের সুন্দরী নারী।
যখন মিষ্টি করে হাসতে, চাঁদের ঝলক ভাসতো তোমার মুখে।
কতো কষ্ট করে গর্ভে ধরেছিলে দশ মাস দশ দিন,
কাতর হয়েছিলে অসহ্য প্রসব বেদনায়।
তারপরও আমার মুখটি দেখে সব ভুলেগিয়েছিলে।
তোমার মত আপন কেউ নেই এই পৃথিবীতে,
তোমার পদতলে আমার বেহেস্ত।
আজ গভীর রাতে একা একা বসে কাঁদি,
চেয়ে থাকি আকাশের পানে।
লক্ষ লক্ষ তাঁরার ভিড়ে আমি খুঁজি তোমায়,
কোন তাঁরাটি আমার ডাকে দেবে সাডা।
দৌড়ে এসে বুকে জড়িয়ে বলবে, এসেছিস মা?
এতদিন পর মনে হলো? কেমন আছিস রে ?
তোমার সাথে শেষ দেখা হয়েছিলো এক বিকেলে,
এরপর থেকে আজ পর্যন্ত আর তোমাকে দেখিনি।
জানি মা আমার উপর অভিমান করে চলে গেলে,
আমাকে কাছে চেয়েছিলে, আমি দূরে চলে এসেছি।
রোজ হাশরে তোমার সাথে আবার হবে দেখা।
আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে।
আমিন।
![]() |
---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |